ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর রেলষ্টশনের উত্তরে কুমার নদীর দক্ষিণে গোবিন্দপুর গ্রামে পল্লী কবি জসীম উদ্দীনের বাড়ি। বাড়িতে চারটি পুরাতন টিনের চালা ঘর রয়েছে। কবির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত ঘরগুলোতে সংরক্ষিত রয়েছে।বাড়ির পূর্ব ও পশ্চিমে প্রতিবেশিদের বসতবাড়ি এবং দক্ষিণে ছোট একটি পুকুর। বাড়ির উত্তরে কবির কবর স্থান।কবির কবর স্থানটি পাকা উচু করণ এবং চতুর্দিকে গ্লীলের বেষ্টুনী দ্বারা নির্মিত।কবির কবরের পাশেই কবির পিতা-মৌঃ আনছার উদ্দিন মোল্লা, মাতা- আমেনা খাতুন (রাঙ্গা ছোটু), কবি পত্নী- বেগম মমতাজ জসীম উদ্দিন, বড় ছেলে- কামাল আনোয়ার (হাসু), বড় ছেলের স্ত্রী- জরীনা, কবির বড় ভাই আলহাজ্ব মফিজ উদ্দিন মোল্লা, কবির সেজো ভাই- সাঈদ ইদ্দন আহম্মদ মোল্লা, কবির ছোট ভাই-প্রফেসর নুরুদ্দীন আহম্মদ, কবির ছোট বোন-নূরুন নাহার (সাজু) কবর।
কিভাবে যাবেন
ফরিদপুর বাসষ্ট্যান্ড হতে ২ কিঃ মিঃ দূরে। রিক্সা/অটোরিক্সা/মাইক্রোবাস যোগে যাওয়া যায়।