হোম

     

     

    ডিসক্লেইমার (Disclaimer):

     
    ওয়ার্ল্ড ট্যুর লাভার এর সকল পরামর্শ গ্রহন করার পূর্বে দয়া করে ডিসক্লেইমার অংশটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি এই ডিসক্লেইমার আপনাকে আমাদের লিগ্যাল অবস্থান সম্পর্কে আপনাকে সুনিশ্চিত একটা ধারনা দিবে।

     

    আপনাদের সুবিধার্থে ওয়ার্ল্ড ট্যুর লাভার অনেক সময় হোটেল ভাড়া, যানবাহন ভাড়া, প্রবেশমূল্য, গাইড ফি দিয়ে থাকি, যার সাথে বর্তমানের সাময়িক বা সম্পূর্ণ মিল নাও থাকতে পারে। তাই আপনার ট্যুরের বাজেট করার সময় বর্তমান খরচ সম্পর্কে অবগত ও বিবেচনা করে সিদ্ধান্ত নিবেন। কেননা এগুলো সময়ের সাথে সৃজনের সাথে বা জনপ্রিয়তার সাথে পরিবর্তনশীল।
     
    ট্রাভেলারদের সহজ ও সঠিক ভ্রমনের কথা চিন্তা করে ওয়ার্ল্ড ট্যুর লাভার অনেক সময় বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, জলযান, এজেন্সি, গাড়ির ড্রাইভার, মাঝি, ট্রাভেল গাইডারের যোগাযোগ নাম্বার, ই-মেইল, এড্রেস সহ অন্যান্য পরামর্শ দিয়ে থাকি। এগুলো সময়ের সাথে সৃজনের সাথে বা জনপ্রিয়তার সাথে পরিবর্তনশীল।
    বিভিন্ন দর্শনীয় স্থান বা এলাকার ভিজিটিং সময়, ভিসা, প্রবেশাধিকার, অগ্রিম অনুমতি, বিভিন্ন বন্দরের নিয়ম-কানুন, ট্রাভেল স্থানের মুদ্রা সহ ভ্রমনের যাবতীয় তথ্যাদি ভালভাবে জেনে, শুনে বুঝে অবগত হয়ে তবেই নিশ্চিত হউন।
     
    আমরা বিশেষভাবে অনুরোধ করব কোথাও ট্রাভেল করার পূর্বে যাতায়াত ব্যবস্থা, থাকা-খাওয়া, ট্রাভেল স্থানের সংস্কৃতি, রীতি-নীতি, অর্থনৈতিক খরচাদি, ট্রাভেল স্থান সহ অন্যান্য বিষয়ের উপর শতভাগ অবগত বা নিশ্চিত তথ্য নিয়ে যাওয়া উচিত। অন্যথায় জান-মালের ক্ষয়-ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে।
     
    আপনার ট্রাভেল গন্তব্য সঠিক, সুন্দর ও সফল হউক। মহান সৃষ্টিকর্তার নিকট এটাই কামনা করি। ভাল থাকুন সুস্থ থাকুন, বিশ্বকে ঘুরে দেখুন দেশকে ভালবাসুন।
    worldtourlover.com সর্বদা আপনার সার্বিক মঙ্গল কামনা করছি.